ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অফিসারবৃন্দ তাঁদের প্রশিক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ পরিদর্শনে এনডিসি'র দেশি-বিদেশি ৮৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং এনডিসি'র ঊর্ধ্বতন ১০ জন ফ্যাকাল্টি মেম্বার অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। এ অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ আহমেদ শফী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- ১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ঢাকায় ২০তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত
- আবারও ডি-৮ চেয়ারের দায়িত্বে বাংলাদেশ
- বাংলাদেশের প্রার্থিতা সমর্থনে সহযোগিতার আশ্বাস আশিয়ান সেক্রেটারি জেনারেলের
- নেপাল চেম্বার এক্সপোতে ২০ বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা
- দেশে তৈরি হয়না এমন কাগজ আমদানিতে শুল্কহ্রাসের দাবি স্ট্যান্ডিং কমিটির
- বিদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী
- অারো খবর