শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

ইউরোপীয় পার্লামেন্টে মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ

International desk
|  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৮
ইউরোপীয় পার্লামেন্ট

BBC

ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রস্তাবে সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানের কারাদণ্ডের নিন্দা জানানো হয় এবং তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’  শীর্ষক ওই প্রস্তাবে বলা হয়েছে দেশটির মানবাধিকার পরিস্থিতি অবনতির দিকে। মানবাধিকার প্রস্তাবের পাশাপাশি তারা বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সম্পর্কেও কথা বলেছেন। বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখা যৌক্তিক কি না সেই প্রশ্নও তুলেছেন।বাংলাদেশ জিএসপি সুবিধা সম্প্রসারণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সংগে আলোচনা চলাকালীনই এ ধরনের প্রসঙ্গ ইউরোপীয় পার্লামেন্টে উঠল। বিশ্লেষকরা মনে করেন , বিষয়টি বাংলাদেশ সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে সেটি বাংলাদেশের জন্য আশঙ্কার কারণ হতে পারে।  জন্য আশঙ্কার কারণ হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত