পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ৬ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসবেন।
শুক্রবার বিকেলে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় একটি হোটেলে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত সম্মানিত মানুষ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি ঢাকায় আসবেন। এ বিষয়ে চাইনিজ দূতাবাস একটি প্রোগ্রাম তৈরি করেছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।
মন্ত্রী বলেন, তারা প্রথমে যে প্রস্তাব দিয়েছিল সেই অনুযায়ী ওই সময় আমি ঢাকায় থাকবো না। তখন আমি বলেছিলাম, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমার শহরে আসবেন আর আমি তাকে অভ্যর্থনা জানাবো না- তার সঙ্গে দেখা হবে না; এটি ভালো দেখায় না। সেজন্য আমি বলেছি, তিনি যদি প্রোগ্রামটি পিছিয়ে দিতে পারেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন কাজে ব্যস্ততা রয়েছে বলেও জানান ড. আব্দুল মোমেন জানান।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬-৭ আগস্ট ঢাকা সফর করবেন। ওই সময়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হবে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও হবে।
Comments