শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
Saturday, 23 November, 2024

অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণে বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকা রয়েছে

  24 Jul 2022, 23:37

হংকংয়ে বাংলাদেশের  কনসাল জেনারেল ইসরাত আরা বলেছেন, অভিবাসী কর্মীদের জন্য  বিভিন্ন সুযোগ সুবিধা, অধিকার সংরক্ষণে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

তিনি  বলেন,বাংলাদেশের নারী কর্মীরা হংকং-এ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। অভিবাসীদের স্বার্থ সুরক্ষায় সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং-এর উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশি নারী কর্মীদের শ্রম অধিকার সুরক্ষা ও স্বাস্থ্যসুরক্ষা' সংক্রান্ত এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আযয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসরাত আরা।

তিনি বলেন, হংকংয়ে অভিবাসী নারী  কর্মীরা আরো বেশি ভাত্মবিশ্বাসী ও প্রত্যয়ী হয়ে কাজ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নারী কর্মীদের যে কোন প্রয়োজনে সব সময় কনস্যুলেট পাশে আছে বলেও তিনি জানান।

নারী কর্মীদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় কনস্যুলেটের এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অংশগ্রহণকারী নারী কর্মীরা কনসাল জেনারেল এবং কনস্যুলেটকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, হংকং-এ প্রায় ৬৫০ জন নারী গৃহকর্মী কর্মরত আছেন। কোভিত-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি-নিষেধ এবং নারী কর্মীদের ছুটির দিন বিবেচনায় নিয়ে এ আয়োজনে ৩০ (ত্রিশ) জন নারী কর্মী অংশগ্রহণ করেন।

হংকস্থ ‘ইকুয়াল অপারচুনিটি কমিশন এবং ইউনাইটেড  ক্রিসচিয়ান নেথারসোল কমিউনিটি হেলথ সেন্টার’ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা  প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

অনুষ্ঠানে বাংলাদেশি নারী কর্মীদের, বিভিন্ন ধরণের সামাজিক বৈষম্য, হংকস্থে শ্রম আইনের বিভিন্ন দিক, আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ে ধারণা ও পরামর্শ দেয়া হয়।

এছাড়া কর্মীদের সকলের রুটিন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয় এবং কয়েক জনের বিশেষ স্বাস্থ্যগত বিষয়ে প্রশ্নের প্রেক্ষিতে পরামর্শ দেয়া হয়।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা জানা গেল

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

সংসদে ড. ইউনূসকে নিয়ে যা বলেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার সঙ্গে মাহফুজ-আসিফ-নাহিদের কুশল বিনিময় 

নির্বাচন নিয়ে যা বললেন নবনিযুক্ত সিইসি

মাকে হত্যার অভিযোগে গ্রেফতার সাদের জামিন নামঞ্জুর

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা

সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

১০
বাংলাদেশ–চীন সম্পর্ক: প্রতিরক্ষা ও অর্থনীতিতে মনোযোগ সরকারের
বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিপ্লব–পরবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎকে সামগ্রিকভাবে
কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী
চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশ
চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশি পণ্য। সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম
ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা দিতে আজ রোববার চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'