করোনার ধকল কাটিয়ে এবারের ঈদ আনন্দ যেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের কাছে ভিন্ন মাত্রা পেয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়াতে সেই আনন্দ কয়েক গুণ বেড়েছে। প্রবাসী মুসলিমরা এক সাথে ঈদের নামাজ আদায় করে ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
দীর্ঘ দুই বছর পর এবার ঈদের সেই পুরনো আমেজটা ফিরে এসেছে। দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছেন বাংলাদেশিসহ স্থানীয় ও বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানেরা।
রোববার (১০ জুলাই) কোরিয়ার বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে হাজার হাজার প্রবাসী ঈদের জামাতে অংশ নেন। নানান পেশার প্রবাসী বাংলাদেশিরা সমাবেত হয়ে কুশল বিনিময় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।
দক্ষিণ কোরিয়াতে এবারের ঈদে অন্য রকম আনন্দের ছোঁয়া। একদিকে সাপ্তাহিক ছুটির মধ্যে ঈদুল আজহা, অন্যদিকে একই দিনে বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে ঈদ উদযাপন। তাই এখানকার ঈদ আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।
কোরিয়ার আনসান মসজিদের খতিব মুমতাজুল হক সময় সংবাদকে বলেন, দক্ষিণ কোরিয়াতে খোলা জায়গায় পশু কোরবানি করার নিয়ম না থাকায় অনেকে স্লটারিং হাউসে কোরবানি করে থাকেন।
রাজধানী সিউল কেন্দ্রীয় মসজিদ, আনসান মসজিদ, হোয়াসং বায়তুল ফালাহ মসজিদসহ ২৫টি মসজিদেই একাধিক ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় করতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদগাহে ছুটে আসনে। কোরিয়ার ছোট বড় অনেক শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থী ও কোরীয় মুসলিম ফেডারেশনের (কেএমএফ) ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কোরিয়ার সকল মসজিদে এবং ঈদের মাঠে প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো। নামাজ শেষে মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।
Comments