শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Friday, 13 December, 2024

বাইডেনের কথিত উপদেষ্টার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  29 Oct 2023, 21:06
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার বিকেলে আড়াইহাজারের দুপ্তারা এলাকায় ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘একজন আমেরিকান নাগরিক বিএনপির কার্যালয়ে নিজেকে আমেরিকার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়ে অনেক কথাই বলেছেন। আমরা তাঁর পরিচয় জেনেছি। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিক। মার্কিন দূতাবাস জানিয়েছে, “তিনি তাদের কোনো উপদেষ্টা নন।” আমরা তাঁর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা তাঁকেও জিজ্ঞাসাবাদ করব।’

বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যা ও বিশৃঙ্খলার দায় দলটির কেন্দ্রীয় নেতারা এড়াতে পারেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে পারবে না জেনেই নানা ধরনের ষড়যন্ত্র করছে। বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে। তারা ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করার কথা বলেছিল, সে জন্য সারা দেশ থেকে সমর্থকদের জড়ো করে। তারা বলেছিল, ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সমাবেশ সীমাবদ্ধ থাকবে। তা না করে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত চলে আসে। বিচারপতির বাসভবনের গেট ভেঙে জোর করে বাসভবনের ভেতরে ঢুকে যায়। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে পুলিশকে পিটিয়ে হত্যা করে। হত্যা সুনিশ্চিত করতে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। ভিডিও ফুটেজে এগুলো আমরা স্পষ্ট দেখতে পেয়েছি।’

ছাত্রদলের এক নেতার নির্দেশে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসাদুজ্জামান খান বলেন, ‘আরও একজন পুলিশ সদস্য সংকটাপন্ন অবস্থায় আছেন। এক শর মতো পুলিশ ও আনসার সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিজেরাই এসব ঘটিয়ে তারা হরতালের ডাক দিয়েছে। হরতালের শুরুতেই ডেমরায় একটি বাসে হেলপারসহ পুড়িয়ে দিয়েছে। নীলফামারীতে আমাদের আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়ে একজনকে নিহত ও কয়েকজনকে আহত করেছে। সারা দেশে তারা একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করছে। যারা এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, আমরা অবশ্যই তাদের বিচারের মুখোমুখি করব। শনিবারের সমাবেশে সহিংসতার দায় বিএনপির কেন্দ্রীয় নেতারা এড়াতে পারেন না।’

এ সময় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম ওরফে বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Comments

  • Latest
  • Popular

ঢাকার রাশিয়ান হাউজে রুশ প্রামাণ্যচিত্র উৎসব

বাংলাদেশের ৫৩ তম মহান বিজয়বার্ষিকী উদযাপন করলো ঢাকাস্থ রাশিয়ান হাউস

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলতাব  সম্পাদক  মাসুম 

বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে নিষেধাজ্ঞা

নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেটে আমদানী

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

সার্ককে সক্রিয় করলে দক্ষিণ-এশিয়ার দেশগুলো লাভবান হবে: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষুদ্র প্রতিবন্ধক: ভারত

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ

১০
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল
আ. লীগের সমাবেশে বাধা প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘নূর হোসেন দিবসে’ আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান,
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক হচ্ছেন তুলসী
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে সাবেক ডেমোক্র্যাট তুলসী গ্যাবার্ডের নাম বুধবার (১৩ নভেম্বর) ঘোষণা করেছেন
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'