দাতব্য সেবার কোন রং বা সীমাবদ্ধতা নেই। আর এ তত্ত্বকে হৃদয়ে ধারণ করে সেই সুদূর ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের হতদরিদ্র পঙ্গু মানুষের জন্য অসামান্য মানবিক সেবাদান কার্যক্রম পরিচালনা করছেন ড. ভ্যালোরী। তাঁর এই মানবিক সেবায় আমরা মুগ্ধ, কৃতজ্ঞ। ড. ভ্যালোরির মত আমরাও নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসতে পারি।
গত শুক্রবার (২৩ জুন) বাংলাদেশের পঙ্গু ও দুঃস্থ মানুষের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পুনর্বাসনের জন্য কর্মরত সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড বা সিআরপি'র মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা দানের লক্ষ্য আয়োজিত এক “তহবিল সংগ্রহ ডিনার”-এ বক্তাগণ এসব কথা বলেন।
ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ডিসি (বাগডিসি) আয়োজিত ঐ অনুষ্ঠানে সিআরপি'র প্রতিষ্ঠাতা পরিচালক ড. ভ্যালোরি টেলর প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডের কমফোর্ট ইন হোটেলে অনুষ্ঠিত এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তা এন্থনী পিউস গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার, কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আহমেদ, কমিউনিটির পরিচিত মুখ জ্যেষ্ঠ ওয়াহেদ হোসেইনী এবং মাযহারুল হক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্সঅ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক, এটর্ণী রুবিনা ওয়াদওয়া, বাগডিসির প্রেসিডেন্ট রোকসানা পারভীন এবং সাধারণ সম্পাদক কচি খান প্রমুখ।
বক্তাগণ বাংলাদেশের পঙ্গু ও দুঃস্থ অসহায় মানুষের সেবায় সিআরপি'র কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি মানব সেবায় আজীবন অসামান্য অবদানের জন্য ড. ভেলরির প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সিআরপি'র কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর বলেন, অন্যসব সাধারণ মানুষের মত বাংলাদেশের পঙ্গু ও দুঃস্থ মানুষের ভালভাবে বেঁচে থাকার নতুন আশা জাগিয়ে তোলার লক্ষ্যে সিআরপি’র কার্যক্রমকে আরো বেগবান করতেই এই “তহবিল সংগ্রহ” এর আয়োজন করা হয়েছে। তিনি জানান, বাগডিসি গত ২০১৬ সাল থেকে এ ধরণের "তহবিল সংগ্রহ ডিনার"-এর আয়োজন করে আসছে। তিনি বাগডিসি এই মহতী উদ্যোগে অংশীদার হতে বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে শুরুতে ভারতের প্রখ্যাত শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, সিআরপি শারীরিক, মানসিক, সামাজিক, আবেগজনিত ও আর্থিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে চিকিৎসা ও পুনর্বাসনসহ অন্যান্য সেবা দিয়ে থাকে। বাংলাদেশে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনে দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় পঙ্গু লোকদের জন্য সেবা সম্প্রসারণে দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র গড়ে তুলেছে। সেই সাথে পঙ্গুত্বের বিষয় ও পঙ্গু মেয়ে ও নারীদের ক্ষমতায়নের উপর কমিউনিটিভিত্তিক সেবা, প্রচারণা এবং নেটওয়ার্কিং মাধ্যমে পঙ্গু জনগোষ্ঠীর ক্ষমতায়নকে তুলে ধরে। সিআরপি জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতাও গড়ে তুলছে।
Comments