সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতিতে প্রদর্শনে এমএফসি’র উদ্বেগ

বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতিতে প্রদর্শন করা হচ্ছে অভিযোগ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্যদেশসমূহ। বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতি দিয়ে তারা এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, ‘আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের-এর নিম্নস্বাক্ষরকারী সদস্যদেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে উদ্বিগ্ন।’
সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর সহিংসতা, আল জাজিরায় কর্মরত লন্ডন-ভিত্তিক এক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং অতিসম্প্রতি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আটকের মতো বিষয়গুলোকে তারা উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে।
পাশাপাশি এ ধরনের প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধও জানিয়েছে এমএফসি’র সদস্যদেশগুলো। এমএফসি’তে স্বাক্ষরকারী সদস্যদেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।
- যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায় আসতে পারে গণমাধ্যমও: পিটার হাস
- বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধা: যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের পদক্ষেপ শুরু
- বাণিজ্য বিনিয়োগে পাঁচ সমস্যা দেখছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা
- যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক দল আসছে অক্টোবরে
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে জোর দুই কংগ্রেসম্যানের
- নির্দিষ্ট কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: পিটার হাস
- গয়েশ্বরের ওপর হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
- অারো খবর