সোমবার, ০২ অক্টোবর, ২০২৩

বিমানযাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
|  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪১
বিমানযাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়কালে..............ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে বিমানের যাত্রী এবং ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘সোনার তরী‘র যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটের লন্ডনগামী নিয়মিত যাত্রী এবং বিমান ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ফ্লাইটের ভেতরে হেঁটে হেঁটে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া বিমান যাত্রী ছোট শিশুদের আদরও করেন প্রধানমন্ত্রী।

লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর তার ফ্লাইটটি নিউইয়র্কের স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

১৯ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চপর্যারের আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের সরকারপ্রধান।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি, সার্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত