বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Thursday, 12 December, 2024

‘আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা-মানবাধিকার সুরক্ষার যাত্রায় আছি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  09 Dec 2024, 23:26
‘আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা-মানবাধিকার সুরক্ষার যাত্রায় আছি’...................................ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা এক নতুন যাত্রায় আছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার যাত্রা। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না।

সোমবার (০৯ ডিসেম্বর) জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে। এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই। এ দিনে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, আমাদের দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে, যখন মানুষের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্রব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। এ দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোন না কেন, মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন।

তিনি বলেন, অতীতে বাক, ব্যক্তি, চিন্তা, প্রার্থনা, মুদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রামে যারা ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিপীড়নে জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। যারা এখনো নির্যাতিত ও নিপীড়িত, তাদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা।

তারেক রহমান বলেন, দেশের আপামর জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি থেকে, মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে যে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন, তা আমাদের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনও থেমে থাকা উচিত নয়।

তিনি বলেন, এ মুহূর্তে দেশের মানুষ ঐক্যবদ্ধ। মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবার এগিয়ে আসতে হবে, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।
 

Comments

  • Latest
  • Popular

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ শুরু বুধবার

ফের ইনজুরিতে আর্জেন্টাইন তারকা রোমেরো

ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সামাজিক গণমাধ্যমের নেতিবাচক দিনগুলো

পঞ্চগড়ে জয়ীতা পুরস্কার পেলেন ৫ নারী

‘আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা-মানবাধিকার সুরক্ষার যাত্রায় আছি’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব

৪৭তম বিসিএস আবেদন স্থগিত

১০
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ শুরু বুধবার
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সংলাপ শুরু হচ্ছে বুধবার। এ সামরিক সংলাপ ১১ ও
ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়কে বিজেপির অবরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ
শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট
পঞ্চগড়ে জয়ীতা পুরস্কার পেলেন ৫ নারী
‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'