বেনগাজীতে বাংলাদেশি প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি টীম বর্তমানে বেনগাজী সফর করছেন। দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীতে বসবাসরত বিভিন্ন পেশার বাংলাদেশি নাগরিকদের সাথে মতবিনিময় ্করেন তিনি।
এই সময় রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে অবহিত হন এবং তা সমাধানের দূতাবাস হতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের কল্যাণে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাম্প্রতিক লিবিয়া সফর এবং দুদেশের মাধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কে উপস্থিত প্রবাসীদেরকে অবহিত করেন।
এই সময় রাষ্ট্রদূত দারনা শহরসহ লিবিয়ার পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি দূতাবাস হতে তাদেরকে দেশে পাঠানোর প্রচেষ্টার কথা জানান।
এছাড়াও গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে দেশে প্রেরণের জন্য আইওএমসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিনিস্টার (রাজনৈতিক) কাজি আসিফ আহমেদ মিনিস্টার অফ লিবার উইং গাজী মোহাম্মদ আসাদুজ্জামান কবির এবং দৃতাবাস কর্মকর্তাবৃন্দ, লিবিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল কমিউনিটি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিগণ।